Facebook Boosting
সেল তখনি বাড়বে যখন আপনার প্রোডাক্ট এর ছবি অনেক ক্রেতারা দেখবে, তার মানে যখন আপনার “রিচ” বেশি হবে। কিন্তু ফেইসবুক পেইজের অর্গানিক রিচ যখন মাত্র ৪%-৫%, যারা আপনার পেইজ লাইক করে, তাদের মধ্যে ৯৫% মানুষ আপনার পোস্ট দেখবেই না।
তার জন্যই বুস্ট করা দরকার পরে, যাতে শুধু আপনার পেইজের ফলোয়াররা না, নতুন কাস্টোমাররাও যেন আপনার পণ্যর ছবি দেখতে পায়। বুস্ট করে আপনার পেইজের লাইক বা পোস্টের রিচ বাড়াতে পারবেন ফেইসবুকের মাধ্যমে বিজ্ঞাপন করে। এতে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
মনে রাখবেন, বুস্ট করলে সেল হওয়ার গ্যারান্টি কেও দিতে পারবে না, কারণ সেটা নির্ভর করবে আপনার ছবি ও প্রোডাক্টের কোয়ালিটি, দাম এবং টার্গেটিং এর উপর। কিন্তু বুস্ট করে আপনি এটা নিশ্চিত করতে পারবেন যে আপনার ছবিগুলো সঠিক মানুষদের কাছে যাচ্ছে।
প্রতিদিন পেজ বাড়ছে পণ্য বিক্রয় করার জন্য কিন্তু যারা বুস্ট ছাড়া sale করার স্বপ্ন দেখছেন তারা স্বপ্ন দেখা বন্ধ করুন | কারন, প্রতিদিন লোকজন শত শত টাকা ইনভেস্ট করছে বুস্ট করার জন্য আর আপনারা পিছিয়ে আছেন | তাই মাত্র একদিন ১০০ টাকা খরচ করে আপনার পেজ তা বুস্ট করার পর রেজাল্ট নিজ চোখে দেখুন | আমরা প্রতিদিন সর্বনিম্ন ১০০ টাকা নিয়ে থাকি বুস্ট করার জন্য |